ভারত থেকে কানাডার ৪১ কূটনীতিককে প্রত্যাহার
ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটি থেকে মোট ৪১ কূটনীতিককে প্রত্যাহার করে নিয়েছে কানাডা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে কানাডার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
কানাডার নাগরিক খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত থাকার সন্দেহের কথা প্রকাশ্যে জানানোর পর দুই দেশের সম্পর্কের অবনতির জেরে কূটনীতিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল ভারত।
শুক্রবার, ২০ অক্টোবরের মধ্যে ৪১ কূটনীতিককে কানাডায় ফিরে যেতে বলা হয়েছিল। বৃহস্পতিবার রাতেই তা পালিত হয়েছে বলে জানান সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি। তিনি অবশ্য বলেছেন, ভারতের এ হুকুম ‘অনৈতিক’।
কানাডায় ভারতের মোট কূটনীতিক আছেন ২১ জন। তুলনায় ভারতের বিভিন্ন শহরে কানাডার কূটনীতিকদের সংখ্যা ছিল ৬২। সম্পর্কের অবনতির পর ভারত তাদের জানিয়েছিল, দুই দেশে কূটনীতিকদের অবস্থানে সামঞ্জস্য রাখতে হবে। সে জন্য ৪১ জনকে ২০ অক্টোবরের মধ্যে ফিরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এর আগে কানাডা এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছিল। ভারতও পাল্টা কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে। তার পরেই সংখ্যায় সামঞ্জস্য আনার সিদ্ধান্ত নেয়া হয়।
খালিস্তান আন্দোলনকে কেন্দ্র করে ভারত-কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই স্বাভাবিক নয়। কানাডার বিভিন্ন শহরে অবস্থিত শিখ সম্প্রদায়ের একাংশ ভারতে পৃথক খালিস্তান রাজ্য স্থাপনের আন্দোলনের সঙ্গে যুক্ত।