চট্টগ্রামমীরসরাই

মিরসরাইয়ে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ভারতের ফেনী সীমান্ত থেকে মিনি ট্রাকে চট্টগ্রামে পাচার হচ্ছিল ফেনসিডেল। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ।

শুক্রবার (২০ অক্টোবর) ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান মিরসরাই থানার ওসি কবির হোসেন।

এরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের মহিরা গ্রামের মৃত ইদ্রিসের ছেলে মো. নুরু প্রকাশ মামুন (২৩), একই এলাকার আহমদ হোসেনের বাড়ির আব্দুল মান্নানের ছেলে মো. ইসমাইল (৫০) ও জেলার বাকলিয়া উপজেলার সৈয়দ শাহ রোড এলাকার নুরুল কবিরের বাড়ির হুমায়ুন কবিরের ছেলে মো. মিছবাহ সিদ্দিক বাপ্পী (২৫)।

মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, ১৭৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় ফেনসিডিল বহনকারী মিনি ট্রাকও জব্দ করা হয়েছে। ফেনসিডিলগুলোর মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত মিনি ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় ফেনসিডিলগুলো রাখা হয়েছিলো। এগুলো ভারত-বাংলাদেশ সীমান্তের ফেনী থেকে চট্টগ্রামে পাচার হচ্ছিল।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d