ফেনী নদীর ভাঙ্গন থামাতে মিরসরাইয়ে মানববন্ধন
ফেনী নদীর ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের ধুম ইউনিয়নের শুক্রবারিয়াহাটের মানুষেরা।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে নদীর পাড়ে এ মানববন্ধনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় ৫ শতাধিক বারিয়াহাটবাসী অংশ নিয়েছে।
ফেনী নদীর পাড় সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরক্ষা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা নুরুন নবী ভূঁইয়া, উপদেষ্টা সাইফ উদ্দিন চৌধুরী রূপম, নুরুল কাদের হোসাইনী, কমিটির সভাপতি ও ধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান ভোলা, সাধারণ সম্পাদক হাজী শামসুদ্দীন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজমুল হোসেন ভূইয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রাম ও ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চর কালিদাশ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। ভাঙ্গনের কবলে পড়ে গুরুত্বপূর্ণ সড়কটি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গনের আশংকায় শুক্রবারিয়াহাট জামে মসজিদ, একটি ঈদগাঁ, উত্তর মোবারকঘোনা ফোরকানীয়া ও নূরানী একাডেমী, উত্তর মোবারকঘো সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুক্রবারিয়াহাট বাজার ও এলাকায় তিনটি কবরস্থান নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা করছি।
ফেনী নদীর পাড় সংরক্ষণ ও ভাঙ্গন প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক হাজী শামসুদ্দীন ভূঁইয়া বলেন, বড় বড় ট্রাক মাছের খাদ্য নিয়ে এই সড়ক দিয়ে প্রতিদিন যাওয়ার কারণে নদী পাড় ভেঙ্গে যাচ্ছে। এই ট্রাকগুলোর চলাচল বন্ধ না হলে এবং টেকসই ব্লক দিয়ে মেরামত করা না গেলে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কবরস্থান ও বাজার বিলীন হয়ে যাওয়ার আশংকা করছি। এ বিষয়ে আমাদের অভিববাবক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করছি।