জাতীয়

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ বিশ্ব দরবারে সমাদৃত

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা তথ্য প্রযুক্তিখাতে ব্যাপক উন্নয়ন করেছি। তথ্যপ্রযুক্তির সফলতা এনে দিয়েছেন আওয়ামী লীগ সরকার। এ দেশের অবেহিলত মানুষকে আজ বিশ্ব দরবারে সমাদৃত করার মূল কারিগর আমাদের প্রধানমন্ত্রী।’

শনিবার কুমিলস্নার দাউদকান্দি পৌরসভায় ‘আনন্দ মাল্টিমিডিয়া’ স্কুলের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, ‘এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে আমাদের সরকার সর্বদা কাজ করে যাচ্ছে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কারণে আজ তরুণ-তরুণীরা ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা উপার্জন করছে। এতে বেকারত্ব সমস্যা অনেকাংশেই কমে গেছে। আমাদের সফলতা দেখে আজ বিশ্ব প্রসংশা করছে। এই সফলতার ধারা অব্যাহত রাখতে তরুণ প্রজন্মকে আধুনিক চতুর্থ বিশ্বের সঙ্গে টেক্কা দিতে স্মার্ট শিক্ষার বিকল্প নেই।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) খন্দকার আশফাকুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, আনন্দ কম্পিউটারের প্রধান নির্বাহী জেসমিন জুঁই,

মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, দাউদকান্দি সোনালী অতীতের সভাপতি কামরুল হাসান গরীব।

প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d