বিনোদন

স্টারে দ্বিগুণ হলো ‘মুজিব’ সিনেমার শো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর ১৫৩টি সিনেমা হলে মুক্তি পায় চলচ্চিত্রটি।

মুক্তির এক সপ্তাহ না যেতেই সিনেমাটির প্রেক্ষাগৃহের সংখ্যা দাঁড়ায় ১৬১। বর্তমানে দেশের ১৬৪টি হলে চলছে মুজিব বায়োপিক।

মুক্তির দিন থেকে স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব’ সিনেমার দৈনিক ১৮টি শো চলছিল। দর্শক চাহিদার কারণে সিনেমা হল কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর এই বায়োপিকের শো সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছে। বর্তমানে প্রায় দ্বিগুণ করে এ সংখ্যা ৩৩-এ উত্তীর্ণ করেছে তারা।

হল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ৭টি শাখার মধ্যে বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, বালি আর্কেড শাখায় দৈনিক ছয়টি করে শো চলবে। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম শাখায় দুটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক শাখায় একটি করে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d