আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩০

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। এ হামলায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (২২ অক্টোবর) গভীর রাতে এ হামলা চালায় ইসরায়েল বাহিনী। খবর আল জাজিরা

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই উপত্যকায় আটটি শরণার্থী শিবিরের মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরটি বড়। এখানেই একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি ওই বিমান হামলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।

গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৭০০ জনেরও বেশি। হামলায় আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামাসের যোদ্ধাদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক মানুষ।বিমান হামলা চালানো জাবালিয়া ক্যাম্পে তিনটি স্কুল রয়েছে যা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ-এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয় শত শত বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। এর আগেও ইসরায়েল এই শিবিরে বোমাবর্ষণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d