কক্সবাজার

২৫ কেজি করে চাল পাচ্ছে কক্সবাজারের জেলেরা

ইলিশের প্রজনন মৌসুম হওয়াতে সরকার সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। ফলে বেকার হয়ে পড়েছে কক্সবাজারের ৬৪ হাজার জেলে। জেলেদের মানবিক সহায়তা হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কক্সবাজারের ৬৪ হাজার জেলেদের মধ্যে ২৪ হাজার জেলের জন্য ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে।
জেলা প্রশাসনের ত্রাণ ও পুণর্বাসন শাখা সূত্রে জানা যায়, সাগরের মাছ ধরার নিষিদ্ধ মৌসুম চলছে। ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য সব ধরনের ইলিশ ধরা, বিক্রয়, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। চলতি ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন উক্ত নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। উক্ত নিষিদ্ধ মৌসুমে কক্সবাজারের দরিদ্র অসহায় জেলেদের জন্য জন প্রতি ২৫ কেজি হারে ২৪ হাজার জেলের জন্য ৬০২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যদিও কক্সবাজারে জেলার সংখ্যা ৬৪ হাজার। এর মধ্যে সরাসরি ইলিশ আহরণে জড়িত ৫৪ হাজার জন। জেলের তুলনায় উক্ত বরাদ্দ অপ্রতুল হওয়ায় বেশিরভাগ জেলে বরাদ্দ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বরাদ্দ পাওয়া সাপেক্ষে নিবন্ধিত ছেলেরা পুণরায় ২৫ কেজি করে চাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বরাদ্দকৃত চাল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রদান করা হলেও মূলত বিতরণ এবং তালিকা প্রণয়ন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রেরণের সামগ্রিক দায়িত্ব পালন করছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা। ইতিমধ্যে মানবিক সহায়তার উক্ত চাল বরাদ্দপত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বরাবরে পাঠানো হয়েছে।
উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নিবন্ধিত জেলেদের তালিকা প্রস্তুত করে অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের প্রস্তুতি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পূণর্বাসন অফিসের প্রধান সহকারি মো: সিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d