গাজায় এখনই যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র
‘গাজায় যুদ্ধবিরতির জন্য এখন উপযুক্ত সময় নয়’বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে মন্তব্য এসেছে। গতকাল সোমবার (২৩ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
হামাস-ইসরায়েলের যুদ্ধবিরতি সম্পর্কে প্রশ্ন করলে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি না যে এখনই যুদ্ধবিরতির সময়। তিনি আরো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। হামাসের নেতৃত্ব ধ্বংস করতে ইসরায়েলের এখনো অনেক কাজ রয়েছে।
আরেক মার্কিন কর্মকর্তা ম্যাথু মিলার একই প্রশ্নের জবাবে বলেন, এমন প্রশ্নে আমাদের উত্তর হবে আমরা গাজায় মানবিক সহায়তা দিতে মনোনিবেশ করব। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে ব্যাপকভাবে কাজ করছে। বেসামরিক বাসিন্দাদের যুদ্ধের ক্ষতি থেকে রক্ষা করতেও কাজ করে যাচ্ছে।
এদিকে গতকাল সোমবার রাতে দুই বন্দিকে তেল আবিবের হাতে তুলে দিয়েছে হামাস। স্বাস্থ্যগত বিবেচনায় তাদের মুক্তি দেয়া হয়েছে বলে জানানো হয়।
সংঘাত শুরুর দুই সপ্তাহ পরও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে দক্ষিণ গাজায় এক বিমান হামলায় কয়েক ডজন আহতসহ অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া রাফা সীমান্তে আরো ২৩ বেসামরিক ফিলিস্তিনির নিহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতালের চিকিৎসক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ৪৩৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে অঞ্চলটিতে অন্তত ৫ হাজার ৮৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ হাজার ২৭৩ জন। আর ইসরায়েলি পক্ষে নিহত হয়েছে এক হাজার ৪০০ বেশি মানুষ।