আন্তর্জাতিক

বকেয়া থাকায় জ্বালানির অভাবে পাকিস্তানের ৭৭ ফ্লাইট বাতিল

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সরকারি বিমান সংস্থা (পিআইএ) চরম অর্থ সংকটে রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানের অবস্থা যেন ক্রমেই খারাপ হচ্ছে। কয়েকদিন আগেই দেশটির অর্থমন্ত্রণালয় জানিয়েছিল, ‘রাষ্ট্রীয় অতিথি’ না হলে বিদেশ ভ্রমণে ভাতা পাবেন না আমলারা। এবার খবর পাওয়া গেল জ্বালানির অভাবে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ।

রোববার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক-অভ্যন্তরীণ মিলিয়ে একদিনেই ৭৭টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দেশটির সরকারি বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)।

জানা গেছে বকেয়া পরিশোধ না করায় গত মঙ্গলবার (১৯ অক্টোবর) থেকে পিআইএকে পাকিস্তান স্টেট অয়েল (পিএসও) কোম্পানি জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার পর থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ।

পিআইএ কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রোববার দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে ৮১টি ফ্লাইট উড়ে যাওয়ার অপেক্ষায় ছিল, যেগুলোর মধ্যে ৫২টি আন্তর্জাতিক ও ২৯টি ছিল অভ্যন্তরীণ। পিআইএ’র এক মুখপাত্র জানিয়েছেন, এদিন মাত্র চারটি আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া বাকি সবগুলো বাতিল করা হয়েছিল।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সরকারি এই বিমান সংস্থা চরম অর্থ সংকটে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গত জুলাই মাসে ট্যাক্স না দেওয়ায় প্রতিষ্ঠানটির সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাজস্ব বোর্ড। যার ফলে পিএসও-এর বকেয়া অর্থ আর পরিশোধ করতে পারেনি সরকারি এ বিমান সংস্থাটি।

তবে পিআইএ-এর এক মুখপাত্র জিও নিউজকে বলেছেন, পিআইএ কর্মকর্তারা বিষয়টি দেখছেন। ক্রেডিট লাইন চালু হলে আজই জ্বালানি সরবরাহ সচল হবে। ক্ষতিগ্রস্ত বিমান যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d