রাজধানীতে নারী হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর কলাবাগান থানাধীন ক্রিসেন্ট রোডে একটি নারী হোস্টেল থেকে কারিনা ঘোষ (২১) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিংয়ের বিএসসি কোর্স করছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় ৭২ ক্রিসেন্ট রোডের নারী হোস্টেলের ৫ম তলার ৫০২ নম্বর কক্ষ থেকে ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) লিজা আক্তার মরদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান।
কুষ্টিয়া সদর উপজেলার মফিজ উদ্দিন বিশ্বাস সড়ক এর মজুমপুর গ্রাম এর কিরন ঘোষ এর মেয়ে কারিনা। তার মামা স্বপন মজুমদার বাবু বলেন, আমি সংবাদ শুনে এসেছি। কারিনা নার্সিং এর উপর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিএসসি কোর্সে পড়াশোনা করছিল, বর্তমানে ২য় বর্ষের শিক্ষার্থী ছিল। থাকতো ক্রিসেন্ট রোডে একটি নারী হোস্টেলে। সে গতকাল মঙ্গলবার পূজার অনুষ্ঠানেও গিয়েছিল। পরে রাতে শুনি তার ঘটনার কথা। তবে কি কারণে এ ঘটনা, তা জানাতে পারেননি তিনি।
পুলিশের ধারনা সে পূজার অনুষ্ঠান শেষে বিকালে ফিরে সন্ধ্যার মধ্যে যে কোন সময়ে এ ঘটনাটি ঘটিয়েছে। পরে আশপাশের কেউ দেখতে পেয়ে ট্রিপল নাইনে পুলিশকে সংবাদ দেয়। তবে কি কারণে, কেন, এমনটি হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন কলাবাগান থানার পুলিশ। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণটি নিশ্চিত হওয়া যাবে।