আন্তর্জাতিক

নারীদের ধর্মঘটে যোগ দিলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রীও!

কাজে সমানাধিকার, সমান মজুরিসহ একাধিক দাবিতে মঙ্গলবার দিনভর ধর্মঘট করেন আইসল্যান্ডের নারীরা। এতে যোগ দেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী।

এদিন কাজে যোগ দেওয়ার পরই নারীরা সোজা রাস্তায় নেমে আসেন। সব ধরনের নারী কর্মীই এ ধর্মঘটে যোগ দেন।

নারীদের এই আন্দোলন আইসল্যান্ডে প্রথম নয়। ১৯৭৫ সাল থেকে এই আন্দোলনের সূত্রপাত। এ নিয়ে চতুর্থবার সেখানকার নারীরা এমন অভিনব আন্দোলনে নামলেন। তবে এই প্রথম দিনভর তারা ধর্মঘট করলেন।

সংবাদমাধ্যমকে নারী প্রতিনিধিরা জানান, কর্মক্ষেত্রে এখনো তাদের সমান অধিকার দেওয়া হয় না। নারীদের চেয়ে পুরুষ কর্মীরা বেশি পারিশ্রমিক পান। শুধু তা-ই নয়, বাসায় নারীরা যে কাজ করেন, তার কোনো পারিশ্রমিক নেই। উপরন্তু এত কিছুর পরও নারীদের পারিবারিক হেনস্তার শিকার হতে হয়।

একটি সমীক্ষা বলছে, আইসল্যান্ডে যত নারী কাজ করেন তার ২২ শতাংশ বিদেশি। বস্তুত, তারাও এদিনের ধর্মঘটে যোগ দিয়েছিলেন।

ধর্মঘটে যোগ দিয়েছিলেন দেশের নারী প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসডোত্তিরও। তিনিও রাস্তায় নেমে বাকি সবার সঙ্গে ধর্মঘটে যোগ দেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, আইসল্যান্ডে নারীদের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে। কিন্তু, নারীর উন্নয়ন যতটা হওয়া উচিত ছিল, ততটা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d