আন্তর্জাতিক

গাজার আকাশে ইসরায়েলি হেলিকপ্টার ধ্বংস করেছে হামাস

ইসরায়েলের একটি হেলিকপ্টার ধ্বংস করেছে হামাসের আল-কাস্সাম ব্রিগেড। গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্ব অংশের আকাশে এ হেলিকপ্টার ধ্বংস করা হয়।

সংগঠনটির দাবি, সাম-সেভেন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরায়েলি হেলিকপ্টারটি ধ্বংস করা হয়।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ২১তম দিনে গড়িয়েছে। এখনো প্রতিদিন অবরুদ্ধ গাজায় নারকীয় বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগে কোনো ডেডলাইন দেয়নি যুক্তরাষ্ট্র

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত এ উপত্যকাটিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৮। তাদের মধ্যে শিশু ২ হাজার ৯১৩টি। নারী ১ হাজার ৭০৯ ও বৃদ্ধ ৩৯৭ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d