বঙ্গবন্ধু টানেলে বদলে যাবে চট্টগ্রাম, বছরে চলবে ৬৩ লাখ গাড়ি
একদিকে নিজেদের টাকায় নির্মিত পদ্মা সেতু বদলে দিয়েছে বাংলাদেশের অর্থনীতি, অন্যদিকে ঢাকার ব্যস্ত নগরীতে যানজট থেকে রেহাই দিতে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। এবার অপেক্ষা চট্টগ্রামবাসীর।
শনিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদ্বোধনের অপেক্ষায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল। যা কিনা দেশে প্রথমবারের মতো কোনো নদীর তলদেশে নির্মিত প্রথম টানেল। পুরো দক্ষিণ চট্টগ্রামসহ দেশের যোগাযোগব্যবস্থা ও অর্থনীতিতে যা রাখবে অভূতপূর্ব ভূমিকা। পাল্টে যাবে বন্দরনগরীখ্যাত চট্টগ্রাম।
সংশ্লিষ্টদের মতে, বঙ্গবন্ধু টানেল চালু হলে চট্টগ্রামের পর্যটনে যোগ হবে নতুন মাত্রা। চীনের সাংহাইয়ের মতো ইকোনমিক জোনসহ শিল্পকারখানায় অঞ্চলটি সমৃদ্ধ হয়ে বদলে যাবে দেশের অর্থনীতি। কর্মসংস্থানের পাশাপাশি যোগাযোগব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। এ ছাড়াও তৈরি হবে নতুন নতুন বিনিয়োগের সম্ভাবনা।