রামগড়ে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল জব্দ
চট্টগ্রামের ভূজপুরস্থ ভারত সীমান্ত পার করে দেশে আনার সময় চোরাকারবারিদের দাওয়া করে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বিজিবির রামগড় জোনের সদস্যরা। এসময় এসব মাদক জব্দ করা গেলেও চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষয় হয়।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) আওতাধীন ভূজপুর থানার গেরামারা থেকে মালিকবিহীন ২১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
রামগড় ৪৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন কয়লারমূখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত বদ্ধ গেরামারা নামক স্থান হতে মালিকবিহীন ২১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর ছিদ্দিক সাইমুম জানান, সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান সহ যাবতীয় অপরাধ কর্মকাণ্ড প্রতিহত করাসহ সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।