জাতীয়রাজনীতি

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানবাহন-যাত্রীর চাপ

ঢাকায় আওয়ামী ও বিএনপির মহাসমাবেশ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই নেই তেমন যাত্রী ও যানবাহনের চাপ। এতে যাত্রীরা সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছেন।

শনিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়, মৌচাক এবং সাইনবোর্ড ঘুরে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে আজ যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। তবে সব ধরনের যানবাহনই সড়কে চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি যাত্রীদেরও বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়নি।
হুমায়ুন কবির নামের এক পথচারী জানান, ভেবেছিলাম অফিস যেতে কষ্ট হবে। কিন্তু দেখলাম সড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশের তাৎপরতাও লক্ষ্য করার মতো ছিলো না।

হানিফ পরিবহনের এক চালক বলেন, গাড়ির চাপ কম থাকায় আজ সুবিধা হয়েছে। কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারছি। কোনো স্ট্যান্ডে বেশিক্ষণ থামানো লাগছে না গাড়ি ভরে যাচ্ছে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখনও পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। যান চলাচল এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। কাউকে তাদের গন্তব্যস্থলে যেতে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d