রাজনীতি

হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চও

রোববার হরতালের ঘোষণা দিয়েছে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ। শনিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক দফা দাবিতে আয়োজিত গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামীকাল থেকে চূড়ান্ত লড়াই শুরু হবে। রাস্তাঘাটে বেরিয়ে আমাদের লড়াই শুরু করব। এ লড়াই নেতাকর্মীরা শামিল হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। আজকে আপনারা দেখেছেন আওয়ামী লীগের তাণ্ডবলীলা। এর প্রতিবাদে আগামীকাল সারা দেশে হরতাল পালন করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে এ গণসমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d