মৌচাক ফ্লাইওভার ও কমলাপুরে বাসে আগুন
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া কমলাপুরে বিআরটিসি বাসেও আগুন দেয়া হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাস দুটিতে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কীভাবে আগুন লেগেছে, সেই তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, ফ্লাইওভারের নিচের রাস্তায় পুলিশের ব্যারিকেড আর বিএনপি কর্মীদের সংঘর্ষের কারণে বলাকা পরিবহনের বাসটি ফ্লাইওভারের ওপর দিয়ে রামপুরা সড়কে চলে যেতে চায়। কিন্তু মৌচাক মোড়ের ঠিক ওপরে লাঠিসোঁটা হাতে একদল যুবক বাসের গতিরোধ করে ভাঙচুর শুরু করেন। এসময় বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান। একপর্যায়ে হামলাকারীরা বাসে আগুন দেন।