জাতীয়রাজনীতি

অ্যাম্বুলেন্সের ভেতরে লাঠিসোঁটা, কেরোসিন

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পকেট গেটের পাশে পার্কিংয়ের জায়গা থেকে দুটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। অ্যাম্বুলেন্স দুটির ভেতরে লাঠিসোঁটা, শতাধিক পানির বোতল ও এক বোতল কেরোসিন রাখা ছিল, এমন সংবাদ পেয়ে অ্যাম্বুলেন্স দুটি হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসাইন বলেন, হাসপাতালে পুলিশ ক্যাম্পের পাশে পার্কিংয়ের স্থানে দুটি অ্যাম্বুলেন্স পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

তিনি বলেন, জানা গেছে অ্যাম্বুলেন্সের ভেতরে লাঠিসোঁটা, পানি ও এক বোতল কেরোসিন আছে। এটাও শোনা যাচ্ছে, অ্যাম্বুলেন্স দুটি ২০নং ওয়ার্ডের মেডিকেল ইউনিটের যুবদলের নেতা ইমনের।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, অ্যাম্বুলেন্স দুটি জব্দ করার জন্য রেকার আনার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। জব্দ অ্যাম্বুলেন্স ২টি হলো—ঢাকা মেট্টো: ছ ৭১-৩১০২ এবং ঢাকা মেট্টো: ছ ৭১-২৮৬৮।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, অ্যাম্বুলেন্সের ভেতরে লাঠিসোঁটা ও কেরোসিন পাওয়ায় মেডিকেলের আওয়ামী লীগের কিছু লোকজন অ্যাম্বুলেন্স দুটি ভাঙচুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d