হরতালের ডাক নেতাশূন্য বিএনপির চট্টগ্রামের কার্যালয়
২৮ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশের পরদিনেই হঠাৎ ডাকা হরতালে অনেকটাই নীরব ভূমিকায় চট্টগ্রামের বিএনপি নেতা-কর্মীরা। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা গেলেও সেখানে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না। এ খবর লেখা পর্যন্ত নগরের কোথাও তাদের কোন কর্মসূচির খবর পাওয়া যায়নি।
সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, বিএনপির চট্টগ্রাম কার্যালয়ের সামনে ৫/৬ জন পুলিশ পাহারা দিচ্ছে। তবে সেখানে বিএনপির কোনো নেতাকর্মী ছিল না। সড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। বিএনপির চট্টগ্রাম কার্যালয়ের সামনে সকাল গড়িয়ে বেলা ১১.৩০টায়ও কোন নেতা-কর্মীকে অবস্থান করতে দেখা যায়নি। তবে সকাল থেকে নগরজুড়ে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।
নগরে হরতাল কর্মসূচির বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রাম নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলীকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ‘দেশের জনগণ সরকারের দমন পীড়নে বিরক্ত তাই সাধারণ মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে হরতাল পালন করছে।’
এদিকে, চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) থেকে জানানো হয়েছে নগরে যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আজ (রবিবার) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেয় বিএনপি। এরপরই সারা দেশে হরতাল ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বিএনপির সমাবেশে হামলা ও দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে দলটি।