অন্যান্য

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মানে সংবিধানের উপর হামলা

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মানে সংবিধানের উপর হামলা করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিনি আরও বলেন, জিয়ার সামরিক শাসনকে অবৈধ করেছিলো বলেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা করা হয়েছে। তবে জনগণকে জিম্মি করে আন্দোলন সফল হবে না। আগামী নির্বাচনে এর জবাব পাবে দলটি।

এর আগে শনিবার রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাকরাইল মোড় দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা যাওয়ার সময় বিএনপি কর্মীরা ধাওয়া করে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে আশ্রয় নেয়। সেখানে বিএনপি কর্মীরা গিয়ে হামলা চালায়।

প্রধান বিচারপতির বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবিপ্রধান হারুন অর রশীদ বলেন, সরকারি ভবনে আগুন, বাসে আগুন- যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d