জাতীয়

পোশাককর্মীদের ন্যূনতম মজুরি কতো হতে পারে জানালেন প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার ৪০০ টাকার বেশিই নির্ধারিত হবে। আলাপ-আলোচনার মাধ্যমে মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন।

সোমবার ( ৩০ অক্টোবর ) তৈরিপোশাক শিল্পে বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে দাম তাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, এই প্রশ্নের উত্তর দেয়া কি সম্ভব? আমি যেখানে বসে আছি এখান থেকে আমি এর উত্তর দিতে পারবো না। ন্যূনতম মজুরি বোর্ড এটা নির্ধারণ করবে।

মন্নুজান সুফিয়ান বলেন, পোশাক কারখানার মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার যে প্রস্তাব দিয়েছে, ন্যূনতম মজুরি তার থেকে অবশ্যই বেশি হবে। সেটা মজুরি বোর্ড বসে আলাপ-আলোচনা করে নির্ধারণ করবে।

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলাকালে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষ দুটি প্রস্তাব দেবে। তারপর দুই পক্ষ বার্গেইনিং করবে। ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান একটি জায়গায় সুপারিশ করবে। এরপর মন্ত্রণালয়ে আসে, সেখানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেন, উনি সাধারণত বাড়িয়ে দেন। এই পদ্ধতি অনুসরণ করতে হবে এবং এটা সবাইকে মানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d