রাঙামাটিতে ১৯তম কঠিন চীবর দানোত্তম সম্পন্ন
রাঙামাটি সদরের জীবতলী ইউনিয়নের ধনপাতা বন বিহারে ১৯তম কঠিন চীবর দানোত্তম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বিহার প্রাঙ্গণে বৌদ্ধ সমাবেশের মধ্য দিয়ে বিহার পরিচালনা কমিটির সভাপতি রূপায়ন চাকমা ধর্মীয় গুরু মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এর অধ্যক্ষ ধর্মমিত্র মহাস্থবিরের কাছে চীবর উৎসর্গ করেন।
পরে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, ২৪ ঘণ্টার মধ্যে তৈরি পূণ্যার্থীদের কঠিন চীবর দান উৎসর্গ করা হয়।
বিকেলে সমবেত পূণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন, বৌদ্ধধর্মীয় অন্যতম গুরু মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাস্থবির।
এসময় ধনপাতা বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাস্থবির এস সভাপতিত্বে কুমিল্লা আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জিনানন্দ মহাস্থাবির, রাঙ্গাপানিছড়া বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধারত্ন মহাস্থবির, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ঝরণা খীসা, রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ বৌদ্ধধর্মালম্বীর দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালন করে। এরপর কঠিন চীবর দানোত্তম পালন করে।