খেলা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আইনে বাদ পড়তে যাচ্ছে যারা

চলমান বিশ্বকাপের শীর্ষ সাতটি দল সরাসরি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্ন ট্রফি খেলার যোগ্যতা অর্জন করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক হিসেবে আট দলের টুর্নামেন্টে তাদের সঙ্গে যোগ দিবে পাকিস্তান।

২০২১ সালেই ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাইপর্বের এই ফর্মেট অনুমোদন দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে তার আগে ২০১৩ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল।

আইসিসির ওই সিদ্ধান্তটি দুই বছর আগের হলেও এটি হঠাৎ করে আলোচনায় আসে সাকিব আল হাসানের মন্তব্যের পর। নেদারল্যান্ডসের কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক জানান, চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করার জন্য শেষ তিনটি ম্যাচে ভালো খেলতে চান।

এরপরই আইসিসির এক প্রতিনিধি গণমাধ্যমকে নিশ্চিত করেন, চলমান বিশ্বকাপের লিগ পর্বের সেরা সাত দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলবে।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সেরা আট দলের মধ্যে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। বাংলাদেশ দল যদি টুর্নামেন্টে আর কোনো ম্যাচ জিততে না পারে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হারাবে তারা।

শুধু বাংলাদেশ নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারাতে পারে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১০ম স্থানে। বাংলাদেশ ও ইংল্যান্ডের হাতে এখনও তিনটি করে ম্যাচ রয়েছে। দুইটি দলই যদি পরবর্তী সবগুলো ম্যাচ জিতে তাহলে সুযোগ থাকবে। কিন্তু যে দল একটি ম্যাচ হারবে তার সম্ভবনা ততটা কমবে।

বাংলাদেশের পরবর্তী তিনটি ম্যাচ iলো পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দলের বর্তমান পারফরম্যান্স অনুযায়ী এই ম্যাচগুলোতে টাইগারদের জয় পাওয়া বেশ কঠিন।

এছাড়া আইসিসির নতুন আইনানুযায়ী ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারাল্যান্ড আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারছে না। আইসিসি জানিয়েছে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের ফর্মেটেই দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল ও পরবর্তীতে ফাইনাল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d