জাতীয়

অবরোধের প্রভাব পড়েনি বেনাপোল স্থলবন্দরে

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে কোনো প্রভাব পড়েনি। ভারত থেকে আমদানিকৃত পণ্য বন্দরের শেডে লোড-আনলোড হয়েছে সকাল থেকে। কাস্টমস, ব্যাংক ও বীমায় কাজ চলছে পূর্বের ন্যায়। অবরোধের পক্ষে বেনাপোল ও শার্শায় কোনো পিকেটারকে রাস্তায়ও দেখা যায়নি।

তবে অবরোধের বিপক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিশাল মোটরসাইকেল র‌্যালি করতে দেখা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজি বলেন, অবরোধের মধ্যে বন্দর থেকে অনেক ট্রাকে মালামাল লোড হয়েছে। তবে বিকেলের দিকে এসব পণ্যবোঝাই ট্রাক বন্দর ছেড়ে যাবে বলে তিনি জানান।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান জানান, মঙ্গলবার থেকে তিন দিনের অবরোধ শুরু হলেও পেট্রাপোল ও বেনাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি চালু রয়েছে। অবরোধের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ট্রাক রপ্তানির পণ্য নিয়ে বন্দরে এসেছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম জানান, বিরোধীদলের ডাকা অবরোধে বেনাপোল বন্দর কোনো প্রভাব পড়েনি। অবরোধের মধ্যে বন্দরে পণ্য লোড-আনলোড ও আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপারও স্বাভাবিক আছে।বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার মো. শাফায়েত হোসেন জানান, বেনাপোল কাস্টম হাউসে শুল্কায়নের কাজ যথা নিয়মে চলছে। আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। রাজস্ব আহরনে কোনো সমস্যা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d