রাউজানে তিন বিএনপি নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে নাশকতার অভিযোগে তিন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে আরও ৬ নেতাকর্মীর বিরুদ্ধে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দায়ার ঘাটা আল-আমিন কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রাউজান পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মুকিম বাড়ির মোজাম্মেল হকের ছেলে মো. একরামুল হক (৪৬), রাউজান সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের আলী আরহান চৌধুরী বাড়ির মৃত নুরুল হুদা চৌধুরী ছেলে মো. জবরুত খান (৫৫) ও হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের মৃত আমির গোল্লার ছেলে মো. আবদুল খালেক (৪৪)।
পুলিশ বলছে, অবরোধ কর্মসূচি পালনের জন্য ওই এলাকায় ৪০/৫০জন লোক হাতে লাঠিসোটা ও বিভিন্ন বিষ্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছিলেন। এসময় এক আওয়ামীলীগ কর্মীকে মারধর করে বেশকিছু গাড়ি ভাংচুর করে তারা। ঘটনাস্থল থেকে গাড়ির ভাঙা কাঁচের টুকরা, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, পেট্রোল বোমা বিস্ফোরিত কাঁচের বোতলের ভাঙা অংশ, বিভিন্ন সাইজের ইটের ৯টি টুকরা, ১০টি বিভিন্ন সাইজের কাঠের লাঠি, মার্বেল ১০টি, বিভিন্ন সাইজের ১৫টি পেরেক, ২টি বিয়ারিং বল উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, এ ঘটনায় বিষ্ফোরক আইনে ৯ জনের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।