ব্যালন ডি’অরসহ কে কোন পুরস্কার জিতছেন
ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর ২০২৩ উঠেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির হাতে। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ আটবার এই পুরস্কার জিতেছেন তিনি। এবারের প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেন মেসি।
সোমবার (৩০ অক্টোবর) প্যারিসের তিয়াটর দু শাতলে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হয় ব্যালন ডি’অর ২০২৩ অনুষ্ঠান। আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবার সঙ্গে পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন ফরাসি সাংবাদিক ও উপস্থাপক স্যান্ডি হেরিবার্ট।
এবারের অনুষ্ঠানে সেরা তরুণ খেলোয়াড়ের কোপা ট্রফি জিতেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম। বর্ষসেরা নারী খেলোয়াড়ের (নারী ব্যালন ডি’অর) পুরস্কার জিতেছেন স্প্যানিশ বিশ্বকাপজয়ী নারী ফুটবলার আইতানা বোনামাতি। আর বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার (পুরুষ ব্যালন ডি’অর) উঠেছে মেসির হাতে।
মেসির নাম ঘোষণার পর উপস্থিত সকলেই দাঁড়িয়ে তাকে সম্মান জানান। অনুষ্ঠানে ফুটবলের নক্ষত্রদের ভিড়ে এদিন আলাদাভাবে সবার দৃষ্টি কেড়েছে টেনিস মহাতারকা নোভাক জোকোভিচ।
কে কোন পুরস্কার জিতছেন
বর্ষসেরা পুরুষ খেলোয়াড়- লিওনেল মেসি
বর্ষসেরা নারী খেলোয়াড়- আইতানা বোনামাতি
বর্ষসেরা ক্লাব (পুরুষ)- ম্যানচেস্টার সিটি
বর্ষসেরা ক্লাব (নারী)-বার্সেলোনা
লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক)- এমিলিয়ানো মার্তিনেজ
জার্ড মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার)- আর্লিং হালান্ড
সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা)- ভিনিসিয়ুস জুনিয়র
কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়)- জুড বেলিংহাম