আইন-আদালতচট্টগ্রাম

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ১ বছর কারাদণ্ড

চট্টগ্রামে ১০ লক্ষ টাকার চেক প্রতারণা মামলায় মো. মনিরুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ওই ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অসীম দাশ গুপ্ত।

দণ্ডপ্রাপ্ত মো. মনিরুজ্জামান হাটহাজারীর ফতেয়াবাদ বটতলী এলাকার মো. খায়রুজ্জামানের ছেলে।

জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে মো. মনিরুজ্জামান তার বন্ধু একই এলাকার মো. রাশেদ আলমের কাছ থেকে ১০ লক্ষ টাকা হাওলাত নেন। পরবর্তীতে ২০১৮ সালের ২০ মে হাওলাতের টাকা ন্যাশনাল ব্যাংক হাটহাজারী এসএমই শাখার চেক মারফতে পরিশোধ করেন। কিন্তু চেকটি প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। এরপর জুলাই মাসে বাদী মো. রাশেদ আলম তার বিরুদ্ধে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণার মামলা দায়ের করেন।

আজ আদালতের বিচারক মামলার রায় ঘোষণা করে অভিযুক্ত মো. মনিরুজ্জামানকে ১ বছরের কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানার আদেশ দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d