অবরোধে ছাত্রদলের ঝটিকা মিছিল গাড়ি ভাঙচুর, বিএনপি নেতারা আটক
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধ সফল করতে বরিশালে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডে মহানগর ছাত্রদল এই বিক্ষোভ মিছিল বের করে।কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। এ সময় তারা টায়ারে অগ্নি সংযোগ করে।
এদিকে আজ সকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা দক্ষিণ আহ্বায়ক আবুল হোসেন খানসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আনোয়ার হোসেন।
উল্লেখ্য, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে অবরোধ সমর্থকরা সড়ক বন্ধের চেষ্টায় মিছিল-পিকেটিং করে। সারাদেশেই সড়কে যানবাহনের চলাচল ছিল কম। বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় ছিল। পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। তবে এর মধ্যেও ঢাকাসহ জেলার বিভিন্ন জায়গায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।