জাতীয়

মালিকের বাসার সামনেই বাসে আগুন বিএনপি কর্মীদের

গাজীপুরে তাকওয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চান্দনা চৌরাস্তার সাহালম বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে মহানগরীর ১৬নং ওয়ার্ডের সাহালম বাড়ি এলাকায় মালিকের বাসার সামনে রাখা হয়েছিল গাড়িটি। রাত ৯টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার এসআই মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে অবরোধ সমর্থকরা সড়ক বন্ধের চেষ্টায় মিছিল-পিকেটিং করে। সারাদেশেই সড়কে যানবাহনের চলাচল ছিল কম। বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় ছিল। পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের টহল ছিল চোখে পড়ার মতো। তবে এর মধ্যেও ঢাকাসহ জেলার বিভিন্ন জায়গায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d