চট্টগ্রাম

রাউজান আগুনে পুড়ল তেলের দোকানসহ তিন প্রতিষ্ঠান

রাউজানে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভয়াবহ আগুনে অতিদাহ্য পদার্থ অকটেনসহ অন্যান্য তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান মিলে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১ নভেম্বর) রাত পৌনে ৮টায় রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন রাউজান ফায়ার সার্ভিসের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় নুর আহম্মদ মিস্ত্রি বাড়ির বাসিন্দা জাহেদুল ইসলাম জানান, বুধবার রাত পৌনে ৮টার দিকে তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে একে একে তিনটি দোকান পুড়ে যায়। দোকানের পেছনের একটি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ওই বসতঘরের সাইকেল, মোটরসাইকেল, জায়গাজমির দলিলপত্র, ঘরের ও দোকানের মালামাল রক্ষা করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন, তেলের দোকান মালিক হুমায়ুন কবির, চায়ের দোকান মালিক রফিক, এবি মোটরস এর সত্ত্বাধিকারী মিলন, দোকানগুলোর মালিক ও ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক ইদ্রিস মিয়া। তিন ব্যবসায় প্রতিষ্ঠান ও বসতঘরের অংশিক ক্ষতি মিলে প্রায় ১৫লাখ টাকা ক্ষতি হতে পারে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের সামনে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে তেমন সময় লাগেনি। তেলের দোকানে ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিলনা, তাই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d