চট্টগ্রামরাজনীতি

চন্দনাইশ উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দেশজুড়ে বিএনপি জামায়াতের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (২রা নভেম্বর) দুপুরে পুরাতন গাছবাড়িয়া কলেজ চত্বরে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন মনছুর, সাংগঠনিক সম্পাদক মোসতাক আহমদ আঙ্গুর, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক এবং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম,
চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক এম কায়ছার উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, ধোপাছড়ির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আলীম, চন্দনাইশ পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর লোকমান হাকিম, হাশিমপুর ইউপি আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জাকের হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আজিজুর রহমান আরজু, হাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হোসেন মাম্মদ, জোয়ারা ইউপি সদস্য আবদুল গাফফার সুমন, সাতবাড়িয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আকতার হোসেন, চন্দনাইশ পৌরসভা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অজয় দত্ত, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ আছিস মুজতবা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশের পরে কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে অবৈধ হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুরাতন গাছবাড়িয়া কলেজ গেইট চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খাঁনহাটে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ নেয়।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত শান্তিপূর্ণ সমাবেশের নামে আবারও সন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তাদের পৈশাচিক হামলায় একজন পুলিশ ও একজন বাস চালক নিহত হয়েছে এবং পুলিশ, সাংবাদিক সহ অনেকে আহত হয়েছে। আজকের এই শান্তি সমাবেশের মাধ্যমে আমরা বিএনপি জামাতের এমন জঘন্য কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আহতদের সুস্থতা কামনা করছি। তারা যদি আর কোন রকম নৈরাজ্য সহিংসতা করার চেষ্টা করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তার মোক্ষম জবাব দেবে। যেখানে বিএনপি জামাতের নাশকতা হবে সেখানে মানুষের জানমাল রক্ষায় আমরা প্রতিরোধ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d