জনসভাকে ঘিরে আ. লীগের দখলে নয়া পল্টন
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে ঢাকা বিভাগীয় জনসভা করছে আওয়ামী লীগ। শনিবার (৪ নভেম্বর) বেলা আড়াইটায় জনসভার কার্যক্রম শুরু হয়। এতে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভায় যোগ দিতে সকাল থেকে আওয়ামী লীগের ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসছেন। বেলা আড়াইটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের নয়া পল্টন সড়কে মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এ সময় বিএনপির কার্যালয় ছিল তালাবদ্ধ। সামনে সারিবদ্ধভাবে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।
দেখা গেছে, নয়া পল্টন সড়ক দিয়ে আওয়ামী লীগের মিছিল আরামবাগের দিকে যাচ্ছে। আবার কোনও মিছিল আরামবাগের দিক থেকে নাইটিঙ্গেলের দিকে আসছে। আওয়ামী লীগের একাধিক মিছিলকে নয়া পল্টন সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।
এদিকে দৈনিক বাংলা, মতিঝিল, কমলাপুরসহ আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে, স্লোগান দিয়ে জনসভার দিকে যাচ্ছেন।
ঢাকা বিভাগীয় জনসভা ঘিরে যানজট
আওয়ামী লীগের জনসভায় বিপুল লোক সমাগম হওয়া কারণে আরামবাগের আশপাশের এলাকার সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। পল্টন, মালিবাগ, শাহজাহানপুর, মতিঝিল এলাকায় যানজটের কারণে মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।