গাজার স্কুলে ইসরায়েলের বোমা হামলা, নিহত ২০
গাজার উত্তরাঞ্চলে একটি স্কুলে ইসরায়েলি হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল স্কুলটিকে।
শনিবার (৪ নভেম্বর) ভোরে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘গাজার উত্তরাঞ্চলে আল সাফতাউয়ি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয়শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছিল- এমন একটি বিদ্যালয়কে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এরপর হামলায় শহীদ হওয়া ২০ জন এবং আহত হওয়া কয়েকজনকে গাজা সিটির আল শিফা হাসপাতালে আনা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিদ্যালয়টিকে লক্ষ্য করে ট্যাংক থেকে সরাসরি কয়েকটি গোলা ছোড়া হয়েছে।’
এর আগে শুক্রবার রাতে ফিলিস্তিনের গাজায় আল-শিফা হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্স বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নিহত হয়েছেন অন্তত ১৫ জন। ইসরায়েলের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সে যাতায়াত করছিলেন। তবে এমন অভিযোগ প্রত্যাক্যান করেছেন আশরাফ আল-কুদরা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানও চালাচ্ছে দেশটি। এ পর্যন্ত ৯ হাজার ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হামাসের ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।