জন্মদিনে শাহরুখকে দেখতে এসে ভিড়ে ৩০টি ফোন খোয়ালেন ভক্তরা
শাহরুখ খান ভক্তদের কাছে অসময়ে দিওয়ালি কিংবা ঈদ ছিল ২ নভেম্বর! কারণ দিনটা ছিল কিং খানের জন্মদিন। এই দিনটা ‘এসআরকে ডে’ হিসেবেই সেলিব্রেট করেন শাহরুখ প্রেমীরা।
গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ৫৮-তে পা দিয়েছেন বলিউড বাদশা। তার জন্মদিন উপলক্ষে ১ নভেম্বর রাত থেকেই শাহরুখের বাসভবন মান্নাতের বাইরে ছিল ভক্তদের লম্বা লাইন। হাজার হাজার ভক্ত-অনুরাগী তাদের প্রাণের তারকাকে এক ঝলক দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন মান্নাতের বাইরে।
মুম্বাইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকাতে অবস্থিত মান্নাত, গোটা এলাকা জুড়ে ভিড়ের চাপে নাজেহাল দশা পুলিশের। লাঠিচার্জ করতেও বাধ্য হয় মুম্বাই পুলিশ। এত ভিড় আর ঠেলাঠেলির চাপে ঘটে গেল বিপত্তি। সুযোগ বুঝে মান্নাতের বাইরে দেদার চুরি চালাল চোররা।
ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জানা গেছে, মোট ৩০টি মোবাইল ফোন চুরি গেছে মান্নাতের সামনে থেকে। ২৩ বছর বয়সী আরবাজ খান এসেছিলেন শাহরুখ দর্শনে। তার পকেটে রাখা ফোন গায়েব হয়ে যায় নিমেষে। এরপর পুলিশে অভিযোগ জানাতে গিয়ে আরবাজ জানতে পারেন, আরও ১৫ জন ইতোমধ্যেই মান্নাতের সামনে থেকে ফোন চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছেন।
গোটা ঘটনার ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। চুরি যাওয়া ফোনগুলোর জন্য চলছে তল্লাশি। কে বা কারা এই হাত সাফাইয়ের কাজ সারল? তা স্পষ্ট নয়।
তবে পুলিশের লাঠিচার্জ থেকে ফোন চুরি যাওয়া, এই বছর শাহরুখের জন্মদিন এক কথায় ছিল ঘটনাবহুল।
বুধবার মধ্যরাতেই অল ব্ল্যাক লুকে ভক্তদের দর্শন দিয়েছিলেন শাহরুখ। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি-শার্ট, মাথায় কালো টুপি পরে দু-হাত খুলে মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন শাহরুখ।
পরেরদিনটাও ভক্তদের সঙ্গে সময় কাটান শাহরুখ। মান্নাতে দর্শন দেয়ার পাশাপাশি ফ্যান ইভেন্টে অংশ নেন। সবার সঙ্গে বসে দেখেন তার আসন্ন ছবি ‘ডাঙ্কি’র টিজার।