বিএএফ শাহীন কলেজের সামনে গাড়ি ভাঙচুর
বিএএফ শাহীন কলেজের সামনে অবরোধ সমর্থনে গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা।এ সময় তারা দুইটি প্রাইভেট কার ও তিনটি সিএনজি ভাঙচুর করে।
রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাখালী রেলগেইট এলাকা থেকে অবরোধকারীদের একটা মিছিল শাহীনবাগ এলাকার বিএএফ শাহীন কলেজের সামনে এসে শেষ হয়। সেখানে তারা গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে। সেই সঙ্গে লাঠি দিয়ে দুটি ব্যক্তিগত গাড়ি ও ৩টি সিএনজির গ্লাস ভেঙ্গে মুহুর্তেই পালিয়ে যায়।এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ থেকে বিএনপি-জামায়াতের দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেরই শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। এরমধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) ১টি, বরিশাল (চরফ্যাশন) ১টি, রংপুর (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।
এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে রোববার ভোরে আটক করেছে র্যাব। রাজধানীতে নাশকতা, সহিংসতা এবং পুলিশ হত্যা মামলার এজাহারে তার নাম রয়েছে।