পার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা আন্তরিক: এমপি দীপংকর
পার্বত্য চট্টগ্রামের শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি আন্তরিক বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রোববার (৫ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, রাঙামাটিতে ২৮৬টি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে দিয়েছে সরকার এবং ৭৯টি প্রাইমারি স্কুল জাতীয়করণ পর্যায়ে রয়েছে। প্রত্যেক উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করে দিবে। এমপি এসময় শিক্ষার্থীদের দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ, সদস্য জসিম উদ্দীন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি জেলার বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের ৭৫৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা এবং কলেজ পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থী ৭ হাজার টাকা করে মোট ৬৫ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে।
এর আগে বোর্ডের কার্যালয়ের সামনে কৃষির উন্নয়নে জেলার ৮ জন কৃষকের মাঝে ৮টি পাম্পমেশিন বিতরণ করা হয়।