দেশব্যাপী অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে চবিতে শিক্ষকদের বিক্ষোভ, মানববন্ধন
প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন এ বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ।
রোববার (৫ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তারা বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে সাম্রাজ্যবাদী অপশক্তি। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
দেশের সকল প্রগতিমনা শিক্ষকদের দেশ ও গণতন্ত্রের স্বার্থে সাম্রাজ্যবাদী অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছে শিক্ষকরা।
সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হলুদ দলের আহবায়ক প্রফেসর ড. সেকান্দার চৌধুরী, ইতিহাস বিভাগের প্রফেসর ড. আনোয়ার শামীম, পদার্থ বিদ্যা বিভাগের প্রফেসর শ্যমল রঞ্জন চক্রবর্তী, ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক সুলতানা সুকন্যা বাশার, বাংলা বিভাগের শিক্ষক ড. শেখ সাদি, ফিশারিজ বিভাগের শিক্ষক ড. শহিদুল আলম শাহীন, ওশানোগ্রাফি বিভাগের শিক্ষক ড. ওয়াহিদুল আলম, ও এনামুল হক নীল, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এ.কে.এম জিয়াউর রহমান, রসায়ন বিভাগের শিক্ষক ড. ফণি ভূষণ বিশ্বাস, ক্রিমিনোলজি আর পুলিশ সাইন্স বিভাগের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষক দেবাশীষ প্রামানিক, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক অলি আহমদ পলাশ, ফারসি বিভাগের শিক্ষক আলতাফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আসাদুল হক, ড. সুজিত কুমার দত্ত, হেলাল উদ্দিন আহম্মদ, ড. লিটন মিত্র, নিয়াজ মোরশেদ রিপন, সোহান মিয়া, মৌমিতা পাল, রবিউল ইসলাম, মাজহারুল ইসলাম, আরিফ উদ্দিন খান, মোহাম্মদ মনিরুজ্জামান, তানভীর হাসান, ড. আব্দুল করিম, মাজহারুল ইসলাম রবিন, হাসনাইন পাভেল, লায়লুন নাহার ইরানী, মোহাম্মদ সোহাইব প্রমুখ।