চট্টগ্রামরাজনীতি

অবরোধে নাশকতাকারীদের অর্থের দুই যোগানদাতা গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় মহাসড়কে ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানো ও নাশকতাকারীদের অর্থের দুই যোগানদাতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রেজাউল করিম (৩০) ও নূরুল আবসার চৌধুরী (৫০)।

র‌্যাব জানায়, গত ১ নভেম্বর সীতাকুণ্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনদিনের অবরোধ চলাকালীন নাশকতাকারীরা ককটেল বিস্ফোরণ এবং রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা একটি লরিতে ভাঙচুর চালায়। পরে নাশকতাকারীরা পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লরির সুপারভাইজার মনির উদ্দীন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, এ মামলার আসামিদের ধরতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে শনিবার (৪ নভেম্বর) বিকেলে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে রেজাউল করিমকে পরে বিকেলে আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে নূরুল আবসারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতাকারীদের অর্থের যোগানদাতা ও সমন্বয়কারী বলে স্বীকার করে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d