কক্সবাজারে আড়াই কোটি টাকার মাদক ধ্বংস
কক্সবাজারে মাদক মামলায় জব্দকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। যার অনুমান মূল্য দুই কোটি ৫৮ লক্ষ ৮২ হাজার টাকা।
মঙ্গলবার (২১ নভেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা এবং সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের উপস্থিতিতে বিভিন্ন প্রকারের এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে, প্রায় ৫০ কেজি ইয়াবা (যার মূল্য অনুমান ২ কোটি ১০ লক্ষ টাকা), ১৩৭টি ছোট-বড় বিয়ারের ক্যান (যার মূল্য অনুমান ৮২,০০০ টাকা), ১৬০০ বোতল বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ (যার মূল্য অনুমান ৪৮ লক্ষ টাকা)।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা জানান, এসব মাদকদ্রব্য পাচারের সময় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে জব্দ করে মামলার আলামত হিসাবে জুডিসিয়াল মালখানায় রাখা হয়েছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।