তিন উপজেলা চেয়ারম্যান হতে চান নৌকার মাঝি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে লড়তে চান চট্টগ্রামের তিন উপজেলা চেয়ারম্যান।নৌকা প্রতীক চেয়ে ইতোমধ্যে তারা মনোনয়ন সংগ্রহ করেছেন, সরে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যানের পদ থেকে।
চট্টগ্রাম-৪ আসন থেকে নির্বাচন করতে চান সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ পদত্যাগপত্র জমা দেন এস এম আল মামুন। নৌকা পেতে ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।
চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। গত রবিবার (৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র দিলে একই দিন এ মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদত্যাগ পত্রটি গৃহীত হয়েছে। পরদিন ২০ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে তার মনোনয়ন ফরম জমা করেছেন।
চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) আসনে নৌকা প্রতীকে লড়তে গত ১৯ নভেম্বর উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন সাবেক এমপি সুলতান উল কবির চৌধুরীর ছেলে চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকের পদে রয়েছেন তিনি।