সাগরে ভাসতে থাকা জেলেকে উদ্ধার করলো ভারতীয় কোস্টগার্ড
বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ভাসতে থাকা বাংলাদেশি জেলে হরিনাথ দাশকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা দপ্তর থেকে ওই জেলেকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ১৭ নভেম্বর কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে ট্রলার ডু্বিতে নিখোঁজ হন ওই জেলে। ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন। উদ্ধার হওয়া জেলে হরিনাথ দাশ কক্সবাজারের বনবিবি গ্রামের বাসিন্দা।
শারীরিকভাবে অসুস্থ জেলে হরিনাথ দাশ বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমাদের ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা যে যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তেলের খালী একটি ড্রাম দেখতে পেয়ে ওই ড্রামটি ধরে চারদিন সাগরে বেঁচে রয়েছি। এই সময়ে শুধু সাগরের লোনা পানি খেয়েছি। পরে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা আমাকে উদ্ধার করে। অন্য জেলেরা বেঁচে আছে না কী হয়েছে এটা এখন বলতে পারছি না। তবে ওপরে না উঠতে পারলে মৃত্যু ছাড়া উপায় নেই।