বিনোদন

আবারও কন্যাসন্তানের মা হলেন আলভী

আবারও কন্যাসন্তানের মা হলেন লাক্স তারকা শেখ সামরোজ আজমি আলভী। সুখবরটি সামাজিকমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন আলভী। সেখানকার ইনোভা আলেকজান্দ্রিয়া হাসপাতালে কন্যার জন্ম দেন তিনি।

শনিবার (২৫ নভেম্বর) ফেসবুকে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি জানান এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার কৃপায় শুক্রবার দ্বিতীয় কন্যা আজমিরা হাসিন নাহলির মা হয়েছি। অনুগ্রহ করে আমার ও বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।

প্রসঙ্গত, ২০১২ সালে আমির হাসানকে বিয়ে করেন আজমি আলভী। ২০১৮ সালের জানুয়ারিতে এই দম্পতির কোলজুড়ে প্রথম কন্যাসন্তান আহেলী আসে।

২০০৭সালে সুন্দরী প্রতিযোগিতা লাক্স-চ্যানেল আই সুপারস্টারে অংশ নিয়ে প্রথম রানারআপ হন আলভী। এরপর নিজেকে ছােট পর্দায় নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী।

‘অলসপুর’ নাটকে আনারসি চরিত্রে অভিনয়ে মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেন আলভী। তবে বিয়ের পর থেকেই অভিনয়ে এক প্রকার অনিয়মিত হয়ে পড়েন তিনি। মাঝে উপস্থাপনাতেও দেখা গেছে তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d