পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এবং এনজিও সংস্থা বিএনকেএস, ডাইকোনিয়া, গ্রাউস,ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বান্দরবানের উপ–পরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। তিনি সমাবেশের উদ্বোধন করেন।

প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের ভূমিকা অনস্বীকার্য। সরকারের গুরুত্বপূর্ণ পদে আজ নারীরা দেশ পরিচালনার অংশ।তারা দেশের সম্পদ,তাই সমাজে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।

সভাপতির তাঁর বক্তব্যে বলেন, নারীদের সমাজে নানামুখী সমস্যা এবং কর্মসংস্থানে মহিলা বিষয়ক অধিদপ্তর কাজ করে যাচ্ছে।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ফজলুর রহমান, সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) মো. জুয়ায়েদ জাহদী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d