জাতীয়

প্রার্থীদের মনোনয়ন যে কারণে বাতিল হতে পারে: ইসি

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিলের পূর্বেই ইউটিলিটি বিল পরিশোধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইউটিলিটি বিল পরিশোধ না করলে মনোনয়নপত্র বাতিল হবে বলে জানানো হয়েছে।

সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে প্রার্থীরা টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিল মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে পরিশোধ করেছেন কি না তা নিশ্চিত হতে হবে।

উল্লিখিত বিধান প্রতিপালনার্থে মনোনয়নপত্র বাছাইয়ের সময় যাতে টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি অথবা অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাসমূহের স্থানীয় সপ্তর হতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতিনিধি প্রেরণ করার জন্যও নির্দেশনা প্রদান করতে হবে। মনোনয়নপত্রসমূহ পরীক্ষার সময় তাদের প্রদত্ত তথ্য বিবেচনা করতে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d