চট্টগ্রাম

আমাদের সময় চবিতে অনেক কষ্টে যাতায়াত করতে হতো

আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে এতো সুবিধা ছিল না। অনেক কষ্ট করে যাতায়াত করতে হতো। এখন অনেক কিছুই সহজ হয়েছে৷ হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আরও সুযোগ-সুবিধা প্রয়োজন। আমরা সে লক্ষ্যে কাজ করছি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইতিহাস বিভাগের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এসব কথা বলেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় চবির কলা ও মানববিদ্যা অনুষদ প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

ড. শিরীণ আখতার বলেন, আজ যারা বিদায় নিচ্ছেন, আমরা তাদের বিদায় দিচ্ছি না। কারণ আজ থেকে আপনারা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অংশ৷ আপনারা ফিরবেন বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে। আপনাদের ফিরতে হবে আরও উচ্চতর গবেষণার জন্য। কর্মক্ষেত্রে গিয়ে আপনারা যখন উপার্জন করবেন এর একটি অংশ বিশ্ববিদ্যালয়ে অনুদান দেবেন।

চবির ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d