টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে না ডমিনিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ছয় মাস বাকি। কোন ২০ দল খেলবে, আঞ্চলিক বাছাইপর্ব শেষে চূড়ান্ত হয়ে গেছে। আরও আগেভাগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, আয়োজক কারা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ৭ দেশে হবে এই টুর্নামেন্ট। কিন্তু ডমিনিকা জানিয়ে দিলো, তারা বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে পারবে না।
অনুশীলন ও ম্যাচ ভেন্যুর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারবে না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে দ্বীপরাষ্ট্রটি। বৃহস্পতিবার তাদের সরকার এই ঘোষণা দেয়। দেশটির উইন্ডসর পার্ককে বেছে নেওয়া হয়েছিল একটি গ্রুপ ম্যাচ ও দুটি সুপার এইটের জন্য। কিন্তু কোনও ম্যাচই তাদের পক্ষে আয়োজন করা সম্ভব না।
ডমিনিকা সরকারের এক বিবৃতিতে জানানো হয়, ‘উইন্ডসর পার্ক স্পোর্টস স্টেডিয়াম ও বেঞ্জামিন’স পার্কের অনুশীলন ও ম্যাচ ভেন্যুর সংস্করণে বেশ কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদারদের দেওয়া কাজ শেষ করার যে সীমারেখা জানিয়েছেন, তাতে করে টুর্নামেন্ট শুরুর আগে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাজ শেষ করা সম্ভব নয়। এ কারণে বিশ্বকাপের কোনও ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ ব্যাপারে এখন পর্যন্ত আইসিসির কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।