টেকনাফের জাপা প্রার্থীকে আদালতে তলব
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টোকে আগামী ৫ ডিসেম্বর তলব করেছে আদালত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য্য ১ ডিসেম্বর এই নির্দেশ প্রদান করেন।
নুরুল আমিন সিকদার ভুট্টোর উদ্দেশ্যে অফিস আদেশে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর দুপুর ১টার সময় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সামনে আপনার গাড়িসহ ১০ থেকে ১২টি নোয়াহ গাড়ি নিয়ে শোডাউন করেছেন। আপনার মনোনয়নপত্র জমা দিয়ে আপনি আপনার গাড়ী বহর নিয়ে শোডাউন করেছেন। আপনার গাড়ী বহরের সামনের দিকে একটি জীপ ও পেছনে ১০/১২টা নোয়াহ গাড়ি ছিল, যার দরুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সামনের রাস্তায় তীব্র যানজট তৈরী হয়। তদুপরি আপনার গাড়ী বহরের একদম সামনের দিকে জীপ গাড়ির পরের একটি নোয়াহ গাড়ীতে আপনার নাম ও ছবি সম্বলিত” লাঙ্গল মার্কায় ভোট দিন” পোষ্টার লাগানো ছিল।
মনোনয়নপত্র জমা দিয়ে অনুরূপ পোষ্টার সম্বলিত শোভাযাত্রা কর নির্বাচনী আচরণ বিধিমালার ৮(ক) ও (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন।
উপর্যুক্ত বিষয়ে কেন নির্বাচন কমিশনকে প্রতিবেদন প্রেরণ করা হবে না মর্মে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা দাখিল এর জন্য কক্সবাজার জেলা ও দায়রা জজ ভবনে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১-এ(৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে আপনাকে নির্দেশ প্রদান করা হল।