চট্টগ্রামজাতীয়রাজনীতি

চট্টগ্রামে ১৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের ৮টি আসনের ৭৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই হয়েছে। এর মধ্যে এক শতাংশ ভোটের গরমিল, ঋণ খেলাপি, আয়কর রিটার্ন দাখিল না করা, প্রস্তাবক–সমর্থক না থাকায় ১২ স্বতন্ত্রসহ মোট ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি ৮ আসনের মনোনয়ন যাচাই বাছাই হবে আজ।

যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মধ্যে রয়েছেন মীরসরাই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। ফটিকছড়ি আসনে রয়েছেন ৩ জন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী ও মো. রিয়াজ উদ্দিন চৌধুরী। সন্দ্বীপ আসনে রয়েছেন ২জন। তারা হলেন জাকের পার্টির প্রার্থী মো. নিজাম উদ্দিন নাছির ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আমিন রসুল। সীতাকুণ্ড আসনে রয়েছেন ৪জন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন এবং বিএনএফের প্রার্থী মো. আকতার হোসেন। হাটহাজারী আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে ২জনের। তারা হলেন, মোহাম্মদ শাহজাহান চৌধুরী এবং মোহাম্মদ নাছির হায়দার করিম। রাউজান আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শফিউল আজমের।

চট্টগ্রাম–৮ চান্দগাঁও–বোয়ালখালী আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে মোট ৫জনের। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম, আরশেদুল আলম বাচ্চু, বিজয় কিষাণ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী মো. মহিবুর রহমান বুলবুল এবং একই দলের মনজুর হোসেন বাদল।

মনোনয়নপত্র বৈধ হওয়ায় নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন আওয়ামী লীগের ৮ হেভিওয়েট প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, এম এ সালাম, সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, এস এম আল মামুন, মাহবুব উর রহমান রুহেল এবং জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদসহ ৫৬ জন প্রার্থী।

বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম মনোনয়নপত্র বাছাই করেন চট্টগ্রাম–৪ সীতাকুণ্ড, চট্টগ্রাম–৫ হাটহাজারী, চট্টগ্রাম–৮ চান্দগাঁও–বোয়ালখালী আসনের প্রার্থীর মনোনয়ন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে মোট ১১ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

অপরদিকে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বাছাই করেন চট্টগ্রাম–১ মীরসাই, চট্টগ্রাম–২ ফটিকছড়ি, চট্টগ্রাম–৩ সন্দ্বীপ, চট্টগ্রাম–৬ রাউজান এবং চট্টগ্রাম–১৩ আনোয়ারা–কর্ণফুলী আসনের প্রার্থীদের মনোনয়ন। জেলা প্রশাসক কার্যালয়ে মোট ৭ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d