মিরপুর টেস্টে প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ
মেঘলা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জ্বলছে ফ্লাডলাইট। এমন কন্ডিশনেই মিরপুর টেস্টের টস ভাগ্য গেল বাংলাদেশের পক্ষে। নাজমুল হোসেনও ব্যাটিংয়ের আক্রমণাত্মক সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রথম সেশন শেষে অনেকেই সেই সিদ্ধান্তটাকে ভুল বলতে পারেন।
বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতাই সে সুযোগ করে দিয়েছে। প্রথম সেশন থেকে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৭ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (২২), শাহাদাত হোসেন (১৭)।
আবহাওয়ার চ্যালেঞ্জটা খেলা শুরুর আগেই বোঝা যাচ্ছিল। খেলা শুরুর পর তাতে যোগ হয় উইকেটের চ্যালেঞ্জ। নিউজিল্যান্ড দলের অধিনায়ক টিম সাউদি ও কাইল জেমিসন মিলে মাত্র ৫ ওভার বল করেছেন। কিছুটা সিম, কিছুটা সুইং দুজনই পেয়েছেন। চাইলে দুজনই আরও কিছুক্ষণ বোলিং করতে পারতেন। কিন্তু নিউজিল্যান্ডের পরিকল্পনা ছিল ভিন্ন। দুই পেসারের বুট উইকেটের কিছু অংশ ক্ষত সৃষ্টি করে খুব দ্রুতই। যা কাজে লেগেছে ষষ্ঠ ওভার থেকে বোলিংয়ে আসা এজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনারকে।
জাকির ও মাহমুদুল জুটি কোনো রকমে ১০ ওভার পার করেছে। এরপর দুজনই ছুটেছেন রানের পেছনে। ১১তম ওভারে এসে নিজের খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন জাকির। তবে আক্রমণাত্মক শট খেলার চেষ্টায় ব্যর্থ হন। সিলেটে দুটি ইনিংসে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলের বলে আউট হওয়ার পর আজ তিনি উইকেট দিয়ে আসেন আরেক বাঁহাতি মিচেল স্যান্টনারকে। ভালো লেংথের বলে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে মিড অনে থাকা কেইন উইলিয়ামসনের হাতে ক্যাচ তোলা জাকির ২৪ বলে ১ বাউন্ডারিতে করেছেন ৮ রান।