৫ কোটি টাকার ইয়াবা জব্দ টেকনাফে
কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত অবস্থায় ৫ কোটি টাকার ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার নাজিরপাড়া সীমান্তে দেড় নম্বর স্লুইচগেইট এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান।
মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচারের খবর পেয়ে বিজিবির একটি টহলদল নাজিরপাড়া সীমান্তে দেড় নম্বর স্লুইচগেইটে অবস্থান নেয়। একপর্যায়ে চার ব্যক্তিকে একটি কাঠের নৌকায় করে সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কিনারায় আসতে দেখে বিজিবি।
তিনি বলেন, নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। নৌকায় আরোহীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নদীতে লাফ দেন। পরে তারা অন্ধকারের সুযোগে পালিয়ে যান।
বিজিবির সদস্যরা ওই স্থানে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি কাঠের নৌকার ভেতর থেকে কালো পলিথিন দিয়ে মোড়ানো চারটি পোটলা জব্দ করে। পরে ওই প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।
অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।